BCS-Lecture -8- Noun (Part-1)
Lecture - 8 (BCS)
Noun (Part-1)
কিছু Noun এর উদাহরণ: Mamun, Dhaka, iron, book, knowledge, robbery ইত্যাদি।
এবার আমরা জানবো, একটি sentence-এ noun কিভাবে ব্যবহৃত হয়ঃ
Functions of Noun
1. Verb এর subject হিসেবেঃ Arif likes football very much.
2. verb এর Object হিসেবে: Fatema often reads novels.
3. Linking verb/incomplete verb এর Complement: Shakib
Al Hasan is a cricketer.
উদাহরণসহ ব্যাখ্যাঃ
Subject:
একটা ব্যপার মনে রাখতে হবে যে, verb-কে “কে/কারা” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই উক্ত verb এর subject সুতরাং,
Arif likes football very much বাক্যে, ‘কে/কারা’ like করে প্রশ্ন করলে উত্তর আসে Arif. সুতরাং Arif- noun টি এ বাক্যে Subject.
Object:
verb-কে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই উক্ত verb এর object। Fatema often reads novels.
বাক্যে, ‘কি’ read করে? উত্তরঃ novels. সুতরাং novels-noun টি এ বাক্যে Object.
Complement:
Complement তাই যা Be Verb/ linking verb এর পরে বসে বাক্যের subject অথবা object কে সম্পূর্ণ করে। complement হল sub অথবা obj এর অন্য একটি রূপ। Shakib Al Hasan is a cricketer. এ বাক্যে cricketer - noun টি হল Complement.
মনে রাখতে
হবে, Subject এবং Complement একই
ব্যক্তি বা বস্তু হয়। কিন্ত Subject
এবং Object ভিন্ন
ব্যক্তি বা বস্তু হয়।
যেমনঃ
He is a cricketer. (He এবং cricketer একই ব্যক্তি তাই cricketer হল complement)
He likes cricket. (He এবং cricket দুটি একই
ব্যক্তি/বস্তু নয় তাই cricket হল object);
Noun এর প্রকারভেদঃ
Noun মূলতঃ দুই প্রকার- ১। Concrete Noun: বস্তুবাচক সকল নাম
২। Abstract Noun: সকল অবস্তুবাচক নাম
১। Concrete Noun:
Concrete Noun আবার চার প্রকারঃ a. Proper b.
Common c. Collective d. Material
- Proper Noun: Countable – singular
ক। কোন কিছু (ব্যক্তি,
বস্তু, স্থান)–এর সুনির্দিষ্ট নামঃ Dipu is a boy, এখানে, Dipu হলো একজন boy এর সুনির্দিষ্ট নাম। তাই Dipu-Porper
Noun, কিন্তু boy বলতে সকল ছেলেদের বুঝাচ্ছে
এবং এটি সব ছেলেদের সাধারন নাম। তাই boy-common noun.
খ। First letter
capital। যেমনঃ Faruk, Dhaka, Qu’ran, Moon etc.
গ। এর পূর্বে Article হয় না।I have seen a Faruk হবে
না। I have seen a boy হবে।
ঘ। Earth, Sun, Moon এর পূর্বে article “the” বসে এবং এর first letter capital না দিলেও চলে।
ঙ। পারিবারিক নাম বুঝাতে plural হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে তখন সেটি Common Noun (সাধারন নাম) অর্থে ব্যবহৃত হয় এবং এর পূর্বে “the” বসে। যেমনঃ I met the Rahmans yesterday. (গতকাল আমি রহমানদের সাথে দেখা করেছিলাম।)।
চ। কখনো কখনো common noun হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ Sharif is a Nazrul. (শরীফ একজন নজরুল।) এখানে Nazrul কোন একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছে না। Nazrul এর বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সাধারন নাম বুঝাচ্ছে।
গ। এর পূর্বে Article হয় না।
ঘ। Earth, Sun, Moon এর পূর্বে article “the” বসে এবং এর first letter capital না দিলেও চলে।
ঙ। পারিবারিক নাম বুঝাতে plural হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে তখন সেটি Common Noun (সাধারন নাম) অর্থে ব্যবহৃত হয় এবং এর পূর্বে “the” বসে। যেমনঃ I met the Rahmans yesterday. (গতকাল আমি রহমানদের সাথে দেখা করেছিলাম।)।
চ। কখনো কখনো common noun হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ Sharif is a Nazrul. (শরীফ একজন নজরুল।) এখানে Nazrul কোন একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছে না। Nazrul এর বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সাধারন নাম বুঝাচ্ছে।
- Common Noun: Countable –
Singular/plural
ক। ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায়। যেমনঃ girl, poet, cricketer, soldier, doctor, people etc.
খ। singular/plural উভয়ই হতে পারে। যেমনঃ boy/boys, cricketer/cricketers, soldier/soldiers etc.
গ। singular-countable noun কখনো একা বসতে পারে না। এর পূর্বে article/determiner দিতে হয়। যেমনঃI have book হবে না। I
have a book/This is my book/I have the book which you
wrote/I will buy any book/every book ইত্যাদি।
খ। singular/plural উভয়ই হতে পারে। যেমনঃ boy/boys, cricketer/cricketers, soldier/soldiers etc.
গ। singular-countable noun কখনো একা বসতে পারে না। এর পূর্বে article/determiner দিতে হয়। যেমনঃ
- Collective Noun: Countable –
singular/plural
Examples: Team, army, crowd, jury, committee, flock,
family etc.
ক। ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত (Group Name) নাম। যেমনঃ team হলো একাধিক ব্যক্তির সমষ্টিগত নাম।
খ। “অবিভক্ত সমষ্টি বা একটি ইউনিট” হিসেবে কাজ করে। তাই subject টি singular অর্থ প্রদান করে এবং তখন verb ও singular হবে। যেমনঃ Bangladesh Teamhave/ has won
the match today. (একটি দল হিসেবে জয়ী হয়েছে।) 2. The class
has agreed on the terms. (পুরো ক্লাস একই বিষয়ে মতামত/ রাজি হওয়াতে
একক ইউনিট হিসেবে কাজ করছে। তাই singular)
খ। “অবিভক্ত সমষ্টি বা একটি ইউনিট” হিসেবে কাজ করে। তাই subject টি singular অর্থ প্রদান করে এবং তখন verb ও singular হবে। যেমনঃ Bangladesh Team
Collective Noun-
Singular নাকি Plural ?
যদি কতগুলো common noun একত্র হয়ে একক সত্তা বা ইউনিট হিসেবে অর্থাৎ collectively কাজ করে তখন সেটি Singular. যেমনঃ কয়েকজন Player (common noun) মিলে একটি Team (collective), কয়েকজন member (common) মিলে একটি Jury/Committee (collective), কয়েকজন Student
(Common) মিলে একটি Class (collective) হয়, অনেকজন
Soldier মিলে একটি Army (collective) হয়
ইত্যাদি।
এখন এই collective noun গুলো যদি একক সত্তা বা ইউনিট হিসেবে অর্থাৎ collectively কাজ করে তখন সেটি Singular। যেমনঃ The Jury has given the same opinion.
(সবাই একই মতামত দিয়েছে তাই একক সত্তা হিসেবে কাজ করছে। তাই singular
কিন্তু যদি একক সত্তা হিসেবে
কাজ না করে সদস্যরা ভিন্ন ভিন্ন সত্তা হিসেবে কাজ করে তখন সেটিকে বলে Noun of Multitude. আর তখন কিন্তু Plural হয়।
যেমনঃ
- The jury
is/are thinking differently. (এখানে বিচারকমন্ডলীর সকল সদস্যদের সবাইকে আলাদা আলাদা ভাবে বুজাচ্ছে কারন সবাই এখন ভিন্ন ভিন্ন চিন্তা করছে। সুতরাং সবাই একক ইউনিট হিসেবে কাজ করছে না। তাই এটি Plural।) - The committee
has/have takenits/their seats on the stage. (এখানে the committee বলতে কমিটির members /সদস্যদের পৃথক পৃথক ভাবে বুঝিয়েছে।)
- Material Noun: Uncountable - Singular.
ক। যে কোন পদার্থ যার
“পুরো অংশকে” এককভাবে বুঝাবে। যেমনঃ Milk, tea, water etc.
খ। যা কোন কিছু তৈরির উপাদান হিসেবে কাজ করতে পারে। যেমনঃ wood দিয়ে দিয়ে Table হয়। wood এক্ষেত্রে material, কিন্তু Table হবে common noun.
গ। ইন্দ্রিয় দিয়ে গন্ধ অনুভব করা যায়। যেমনঃ air, gas, odour (ঘ্রাণ) etc.
ঘ। পদার্থের কোন খন্ড বা অংশকে বুঝাবে না। যেমনঃ milk বলতে পুরো milk কেই বুঝি। milk এর কোন অংশকে বুঝি না।
খ। যা কোন কিছু তৈরির উপাদান হিসেবে কাজ করতে পারে। যেমনঃ wood দিয়ে দিয়ে Table হয়। wood এক্ষেত্রে material, কিন্তু Table হবে common noun.
গ। ইন্দ্রিয় দিয়ে গন্ধ অনুভব করা যায়। যেমনঃ air, gas, odour (ঘ্রাণ) etc.
ঘ। পদার্থের কোন খন্ড বা অংশকে বুঝাবে না। যেমনঃ milk বলতে পুরো milk কেই বুঝি। milk এর কোন অংশকে বুঝি না।
Water, gold, iron, salt, tea ইত্যাদি।
Material noun
সবসময় uncountable। কারন একে গণনা করা যায় না।
অন্যভাবে পরিমাপ করতে হয়। আর যে noun কে গণনা করা যায় না
(uncountable), তা সবসময়ই singular।
- Abstract Noun: Uncountable - Singular
ক। অবস্তুগত ধারণা/অবস্থার নামঃ childhood, youth, slavery, poverty etc.
খ। গুণের নাম (গুণ নয়): Goodness (good নয়), honesty (honest নয়), wisdom(wise নয়), darkness (dark নয়) etc.
গ। ক্রিয়ার নাম(ক্রিয়া নয়): Laughter (laugh নয়), movement(move নয়), education (educate নয়),
Knowledge(know নয়)
ঘ। অবস্তুবাচক যে কোন নামঃ grammar, Science, music ইত্যাদি।
খ। গুণের নাম (গুণ নয়): Goodness (good নয়), honesty (honest নয়), wisdom(wise নয়), darkness (dark নয়) etc.
গ। ক্রিয়ার নাম
ঘ। অবস্তুবাচক যে কোন নামঃ grammar, Science, music ইত্যাদি।
Abstract noun এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই। এবং একে গণনাও করা যায় না। তাই সবসময়
uncountable। আর uncountable সবসময়ই singular।
নিচে Material, common, proper, এবং collective noun এর তুলনামূলক তালিকা দেওয়া হলঃ
Material Noun
|
Common Noun
|
Proper Noun
|
Collective Noun
|
wood
|
pencil
|
Faber-Castell
|
furniture
|
Ink
|
pen, marker
|
Econo, Sigmaflo
|
A bunch/dozen
of pens
|
paper
|
book
|
Harry Potter
|
A self/bundle of
books
|
……………
|
player
|
Messi
|
A team of
players
|
fabric
|
cloth/dress/shari
|
Jamdani
|
A rack/wardrobe/bundle
of dresses
|
Video Lesson
গুলো দেখতে আমদের Youtube
Channel –
“Mr. Teacher
Bangladesh” সাবস্ক্রাইব করুন
Mr. Teacher পেইজে (https://facebook.com/mrteacherbd) লাইক দিন
লেকচার শীট, মডেল টেস্টসহ যাবতীয় আপডেট পেতে Facebook -এ
Mr.
Teacher-BCS গ্রুপে জয়েন করুন।
Comments
Post a Comment