BCS- Lecture - 2- (Same words but different Parts of Speech)


Lecture-2 (BCS)


Same Words but Different Parts of Speech

Parts of Speech অর্থ “শব্দের শ্রেণিবিভাগ”। Parts of Speech এর অর্থ দাঁড়ায় “বাক্যের অংশসমূহ”।একটি Word কোন Part of Speech হবে তা নির্ভর করে, বাক্যে ঐ word এর ব্যবহারের উপর। 
অতএব, একটি শব্দ একটি বাক্যে কি অর্থ প্রদান করছে, তার উপর নির্ভর করবে সে শব্দটি কোন Part of Speech হবে।

শ্রেণিবিভাগঃ

আমরা জানি, Parts of Speech আট (৮) প্রকারঃ
1. Noun: কোন কিছুর নাম (যেমনঃ ব্যক্তি, বস্তু, কিংবা গুণের নাম)- কে Noun বলে। ( যেমনঃ Mobile, book, honesty etc.)
2. Pronoun: Noun এর পরিবর্তে যা বসে।  ( যেমনঃ He, she, this etc.)
3. Adjective: Noun/pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা ইত্যাদি বুঝায়।  (যেমনঃ clean, poor, lazy etc.)
4. Verb: যে শব্দ দিয়ে কোন কাজ প্রকাশ করে। (যেমনঃ break, walk, go etc.)
5. Adverb: Where, When এবং How দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া তাই Adverb.  
যেমনঃ   
১। Where দিয়ে প্রশ্ন করলে, place পাওয়া যায়। যেমনঃ here, there, everywhere etc. হল Adverb.
২। when দিয়ে প্রশ্ন করলে, time পাওয়া যায়। যেমনঃ always, sometimes, recently etc. হল Adverb.
৩। How দিয়ে প্রশ্ন করলে, Manner পাওয়া যায়। যেমনঃ fast, carefully, slowly etc. হল Adverb.
6. preposition: Noun/Pronoun এর পূর্বে বসে Noun/pronoun এর সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক স্থাপন করে।  ( যেমনঃ to, in, on etc.)
7. conjunction: বাক্যের একাধিক শব্দ বা শব্দগুচ্ছকে সংযোগ করে। ( যেমনঃ and, or, since etc.)
8. interjection: আবেগ বা উচ্ছ্বাস প্রকাশক শব্দ। ( যেমনঃ alas! Bravo! etc.)

 


একই শব্দ কিন্তু ভিন্ন Parts of Speech

1. ‘Book’ as Noun, verb and adjective:
a. Recently I have bought a book. (noun)
b. I went to a book shop. (adjective)
b. I want to book an advance ticket. (verb)
প্রথম বাক্যে book একটি বস্তুর নাম অর্থাৎ noun, ২য় বাক্যে book শব্দটি shop এর পূর্বে বসে shop এর বৈশিষ্ট্য প্রকাশ করছে অর্থাৎ এটি adjective এবং শেষ বাক্যে book দ্বারা কাজ (reserve বা বরাদ্দ করা) প্রকাশ করছে। অর্থাৎ এটি verb.
2. ‘This’ as pronoun and adjective:
a. I have reserved a hotel room.
b. This is very luxurious. (pronoun)
b. This room is expensive too. (adjective)
২য় বাক্যে ‘this’ শব্দটি ‘a hotel room এর পরিবর্তে বসেছে। অর্থাৎ ২য় বাক্যে ‘this’ pronoun এর কাজ করছে। কিন্তু ৩য় বাক্যে ‘this’ শব্দটি room এর পরিবর্তে বসে নি। বরং এটি ‘room’ (noun) এর পূর্বে বসে adjective এর কাজ করছে।
3. ‘In’ as preposition and Adverb:
a. I live in Dhaka. (preposition)
b. May I come in, sir? (adverb)
১ম বাক্যে in শব্দটি Dhaka (noun) এর পূর্বে preposition হিসেবে বসেছে। কিন্তু ২য় বাক্যে in শব্দটি noun/pronoun এর পূর্বে বসে নি। বরং এটি একটি স্থান বা জায়গা (place) প্রকাশ করছে (স্যার, আমি কি ভিতরে আসতে পারি?)। আমরা জানি, Sentence এ  place নির্দেশকারী শব্দগুলো adverb.
তাহলে দেখা যাচ্ছে, একই শব্দ একেক সময় একেক parts of speech হতে পারে। আর একটি শব্দ কোন parts of speech হবে তা নির্ভর করে, শব্দটি বাক্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে বলা যায়, একটি শব্দ একটি parts of speech হতে পারে তখনই, যখন এটি কোন বাক্যের অংশ হবে (কারন parts of speech অর্থ ‘বাক্যের অংশ’)
 Practice 
বাক্যেগুলোর নিচে দাগ দেওয়া শব্দগুলোর Parts of Speech নির্ধারন করঃ
  1. We should not waste water. (আমাদের পানি অপচয় করা উচিত নয়।)
  2. I bought a book and a pen. (আমি একটি বই ও একটি কলম কিনেছিলাম)
  3. Masum is watering in the garden now. (মাসুম এখন বাগানে পানি দিচ্ছে
  4. Nabil has penned a letter to her mother. (নাবিল তার মাকে একটি চিঠি লিখেছে)
  5. I will book a train ticket. (আমি একটি ট্রেনের টিকেট কিনেছি)
  6.   I wrote a story book. ( আমি একটি গল্পের বই লিখেছিলাম
সব ভিডিও ক্লাস Youtube এ আমাদের চ্যানেল
Mr. Teacher Bangladesh-এ পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন।
Mr. Teacher পেইজ এ লাইক দিন
Mr.Teacher-BCS ফেইসবুক গ্রুপে জয়েন করে আপনার মূল্যবান 


মতামত দিন

Comments

Popular posts from this blog

BCS-Lecture-5 (Gerund, Participle, Infinitive, Verbal)

BCS- Model Test-2 (Gerund, Participle, Infinitive, Verbal) With Solutions