BCS- Lecture - 1 (Parts of Speech-An Overview)
Lecture-1 (BCS)
Parts of Speech
Parts of Speech বলতে “শব্দের শ্রেণিবিভাগ” কে বুঝায়।
Parts of Speech এর অর্থ “বাক্যের অংশসমূহ”। অর্থ্যৎ, Noun, Pronoun, verb ইত্যাদি প্রতিটি হলো “বাক্যের এক একটি অংশ” এবং একটি Word কোন Part of Speech হবে তা নির্ভর করে, বাক্যে ঐ word এর ব্যবহারের উপর। অতএব, একটি শব্দ একটি বাক্যে কি অর্থ প্রদান করছে, তার উপর নির্ভর করবে সে শব্দটি কোন Part of Speech হবে।
উদাহরণঃ
Recently I have bought a book. This is very interesting. (সম্প্রতি আমি একটি বই কিনেছি। এটি খুবই মজার।)
উদাহরণঃ
Recently I have bought a book. This is very interesting. (সম্প্রতি আমি একটি বই কিনেছি। এটি খুবই মজার।)
উপরের বাক্যে, book শব্দটি একটি বস্তুর নাম তাই এটি Noun এবং This শব্দটি Book শব্দটির পরিবর্তে ব্যবহৃত হয়েছে যা একটি Pronoun.
এবার নিচের বাক্যদ্বয়ে খেয়াল করি,
I have booked a hotel room. This
room is highly comfortable. (আমি একটি হোটেল কক্ষ বরাদ্দ করেছি। এই কক্ষটি খুব আরামদায়ক।)
এখানে, book অর্থ “বরাদ্দ করা” যা একটি কাজ প্রকাশ করছে। আর আমরা জানি, যে Part of Speech কাজ প্রকাশ করে তাকে Verb বলে। তাই book এখানে Verb.
একইভাবে, This শব্দটি Room (Noun) এর পূর্বে বসে Room শব্দটিকে Modify (বিশেষিত) করেছে। আর আমরা জানি, Noun কে modify করে Adjective। সুতরাং, এখানে This শব্দটি Adjective.
শ্রেণিবিভাগঃ
Parts of Speech হলো আট (৮) প্রকারঃ 1.
Noun 2. Pronoun 3. adjective 4. verb 5. adverb 6. preposition 7. conjunction 8.
interjection
1. Noun: কোন কিছুর নাম (যেমনঃ ব্যক্তি, বস্তু, কিংবা
অবস্তুবাচক নাম)- কে Noun বলে। যেমনঃ
ব্যক্তিবাচকঃ Roni, Neela, Girl etc.
বস্তুবাচকঃ Book, Glass, Table etc.
অবস্তুবাচক/গুণবাচকঃ Knowledge, Honesty, childhood etc.
ব্যক্তিবাচকঃ Roni, Neela, Girl etc.
বস্তুবাচকঃ Book, Glass, Table etc.
অবস্তুবাচক/গুণবাচকঃ Knowledge, Honesty, childhood etc.
2. Pronoun: Noun এর পরিবর্তে যা বসে। যেমনঃ He, she, they,
these, it etc.
1. Masum and Mahmud are brothers. They like to
play cricket.
3. Adjective: Noun/pronoun এর দোষ,
গুন, অবস্থা, সংখ্যা ইত্যাদি বুঝায়। Adjective হলো সেসকল শব্দ যা noun/pronoun
সম্পর্কে বর্ণনা করে কিংবা কিছু অতিরিক্ত তথ্য দেয়।
যেমনঃ
যেমনঃ
১। Quality (গুণবাচক): good,
beautiful, lazy etc. উদাহরণঃ good boy, lazy man etc.
২। Quantity (গণনাবাচক): much, little,
some, no etc. উদাহরণঃ little water, some mangoes etc.
৩। Numeral (সংখ্যাবাচক):
three, six, all etc. উদাহরণঃ three apples, all students etc.
৪।
pronominal (সর্বনামবাচক): this, each, my
etc. উদাহরণঃ this pen, my laptop etc.
4. Verb: Verb
হলো বাক্যের সেই word
বা অংশ যা কোন কাজ বা ক্রিয়া প্রকাশ করে। verb ছাড়া কখনোই একটি বাক্য গঠন করা সম্ভব নয়। যেমনঃ eat,
break, walk, go, play etc.
এখন যদি প্রশ্ন করা হয়, একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? তাহলে নির্দিধায় বলা যায়, verb ই হলো একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেন?
কারন প্রত্যেক বাক্যে কমপক্ষে একটি verb
থাকতে হয়। অন্যথায় একটি বাক্যরূপে পূর্ণাঙ্গ অর্থ
প্রকাশ করবে না। যেমনঃ
১. We food. (আমরা খাবার);
কিংবা
২। They cricket now. (তারা এখন ক্রিকেট)
কিংবা
২। They cricket now. (তারা এখন ক্রিকেট)
উপরের
শব্দগুচ্ছ গুলো বাক্যে পরিনত হয় নি কারন উভয়ই কোন অর্থ প্রদান করছে না। বাক্য হত, যদি
এভাবে লেখা হতঃ
1. We eat food.
2. They are playing cricket now.
1. We eat food.
2. They are playing cricket now.
5. Adverb: Where, When এবং How দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া তাই Adverb.
যেমনঃ
১। Where দিয়ে প্রশ্ন করলে, place পাওয়া যায়। যেমনঃ here, there, everywhere etc. হল Adverb.
২। when দিয়ে প্রশ্ন করলে, time পাওয়া যায়। যেমনঃ always, sometimes, recently etc. হল Adverb.
৩। How দিয়ে প্রশ্ন করলে, Manner পাওয়া যায়। যেমনঃ fast, carefully, slowly etc. হল Adverb.
যেমনঃ
১। Where দিয়ে প্রশ্ন করলে, place পাওয়া যায়। যেমনঃ here, there, everywhere etc. হল Adverb.
২। when দিয়ে প্রশ্ন করলে, time পাওয়া যায়। যেমনঃ always, sometimes, recently etc. হল Adverb.
৩। How দিয়ে প্রশ্ন করলে, Manner পাওয়া যায়। যেমনঃ fast, carefully, slowly etc. হল Adverb.
6. preposition: যে শব্দ Noun/Pronoun এর পূর্বে বসে Noun/pronoun এর সাথে বাক্যের অন্য
অংশের সম্পর্ক স্থাপন করে, তাই Preposition। যেমনঃ to, in, on, beside
etc.
Examples:
He is very fond of sweet.
They live in Dhaka.
She goes to college with his friends.
He is very fond of sweet.
They live in Dhaka.
She goes to college with his friends.
7. conjunction: Conjunction হলো সেই সকল শব্দ যা দুই বা ততোধিক শব্দ, শব্দগুচ্ছ, বাক্যাংশ, কিংবা পূর্ণ
বাক্যকে যুক্ত করে।
যেমনঃ and, or, but, still, till, until, since, though, because ইত্যাদি।
যেমনঃ and, or, but, still, till, until, since, though, because ইত্যাদি।
Examples:
1. Study well or you will fail in the examinamtion.
1. Study well or you will fail in the examinamtion.
2. Since
he was sick, he couldn’t go to school.
3. I will wait
here until you come back.
8.
interjection: আবেগ বা উচ্ছ্বাস প্রকাশক শব্দ। যেমনঃ alas! Bravo! etc.
Examples:
1. Bravo!
You have done a great job.
2. Alas! We lost the match.
2. Alas! We lost the match.
মতামত দিন
Comments
Post a Comment