Solutions With Explanations- BCS-Model Test-1



Solutions with Explanations
BCS- Model Test -1
Topic: Identifying Parts of Speech 
1: Muslim fast during Ramadan. Here “Fast”-
a. noun
b. adjective
c. verb
d. adverb
ব্যাখ্যাঃ Verb ছাড়া কোন বাক্য গঠিত হতে পারে না। এ বাক্যে Muslim (noun), during (preposition), Ramadan (noun) এর কোনটাই verb নয়। তাই বুঝাই যাচ্ছে fast এখানে Verbএছাড়া এখানে fast অর্থ রোজা রাখা যা একটি কাজ করা বুঝাচ্ছে। আর আমরা জানি, যে শব্দটি কাজ (ক্রিয়া) প্রকাশ করে, তাই Verb.
Ans: Verb  

2: The teacher told the students to pen an essay. Here ‘Pen’ is-
a. Material Noun
b. adjective
c. verb
d. Common noun
ব্যাখ্যাঃ এখানে infinitive (to+v1 = to+pen) এর প্রয়োগ ঘটেছে। যদিও pen-অর্থে ‘কলম’ (Noun) বুঝি, এছাড়া pen অর্থ ‘লেখা’ (verb) ও হয়। খেয়াল করলে দেখা যাচ্ছে, এখানে একটি essay লেখার কথা বলা হচ্ছে। যেহেতু pen দিয়ে কাজ (write) বুঝাচ্ছে তাই Pen এখানে verb.
Ans: Verb

10: Shops were looted and vehicles stoned during the riot. Here ‘Stoned’ is-
a. Noun
b. Adjective
c. Adverb
d. verb
ব্যাখ্যাঃ sentence টি Passive এ আছে। and (/or/but) এই ধরনের conjunction গুলোর পূর্বে Verb এর যেই form বসে, পরেও verb এর সেই form বসে। এটাকে বলে Parallelism (Right form of verb এর জন্য গুরুত্বপূর্ণ)। দেখা যাচ্ছে, and এর পূর্বে looted (লুটপাট) যা V3, তাই and এর পরও V3 (stoned) বসেছে। তাই এটি Verb.
Ans: Verb

7: But me no buts. Here, both 'but' and 'buts' are-
a. conjunction, noun
b. Conjunction, verb
c. Noun, verb
d. Verb, noun
ব্যাখ্যাঃ অর্থ হলঃ “কিন্তু কিন্তু করো না”। অনেক সময়, কাউকে কিছু একটা করতে বললে, ‘কিন্তু’ বলে কাজটি করা থেকে বিরত থাকার চেষ্টা করে। তখন আমরা বলি, এতো কিন্তু কিন্তু করো না।
এছাড়া আগেই বলেছি, verb ছাড়া sentence গঠিত হয় না। (Sentence Structure এর video lesson + lecture Sheet-এ ভালো করে ব্যাখ্যা করা হয়েছে।)। এখানে, me (pronoun), no (determiner যা একটি Adj), buts (noun কারন এটির পূর্বে determiner/adj আছে এবং এটিকে ‘s’ যুক্ত করে plural করা হয়েছে) কোনটিই verb নয়।
Ans: Verb, Noun

3: I expected better of him.
a. adjective
b. adverb
c. verb
d. noun
ব্যাখ্যাঃ better-কে যদিও adj হিসেবে জানি, এ বাক্যে better অর্থ গুনাবলীর নাম প্রকাশ করছে তাই Nounএছাড়া বোঝার উপায় হলঃ সাধারণত Noun + of + noun/pro হয় (যেমনঃ The honesty of Jahid, the beauty of flowers etc.). 
Ans: Noun

19: We shall not see his like again.
a. noun
b. adjective
c. verb
d. adverb
ব্যাখ্যাঃ মনে রাখতে হবে যে, Possessive, article, determiner, Demonstrative pronoun (This/that/these/those) এর পর noun বসে। বাক্যের অর্থঃ আমরা তার মত (তার মত গুনসম্পন্ন মানুষ) আর পাব না/ দেখব না।
Ans: Noun
  
20: I lost my wallet. I had a good look for it, but I couldn’t find it.
a. noun
b. adjective
c. verb
d. adverb
ব্যাখ্যাঃ Adj (good) এর পর noun বসে।
Ans: Noun

8: Which ‘wrong’ is used as Adjective?
a. “Don’t wrong me”, said the man.
b. I got all the answers wrong.
c. It’s unacceptable if someone’s name is spelt wrong.
d. It’s time to forgive past wrongs for the sake of the development.
ব্যাখ্যাঃ
a.      verb (যেহেতু verb ছাড়া বাক্য হয় না। wrong-অন্যায় করা। অর্থঃ আমার সাথে অন্যায় করো না। )
b.      Adj কারন the answers noun কে modify করেছে। মনে রাখবেন, noun/pro কে একমাত্র adj-modify করে তাই কোন noun এর পূর্বে যা বসে তাই Adj. এখন কথা হলঃ wrong তো পরে বসেছে। adj যখন noun এর পরে বসে modify করে তখন এটিকে Post modifier বলে (HSC এর Modifier-এ অংশটা পড়তে পারেন।)। খেয়াল করুনঃ wrong শব্দটি the answers কে নির্দেশ করছে।
কি ভুল হয়েছে?- উত্তরগুলো ভুল হয়েছে। তাই Adj.
c.       Wrong- spelt verb কে modify করেছে। কি ভুল হয়েছে? –বানান (spelt) ভুল হয়েছে। যেহেতু verb (adj, adv, pre, conj) কে adv modify করে, তাই এখানে adv.
d.      এখানে, nounwrong এর সাথে ‘s যুক্ত করে plural করা হয়েছে। আর আমরা জানি, noun এর plural হয়।
Ans: b       


 

15: He looks amazed after knowing the invention. ‘Amazed’ is-
a. Noun
b. Adjective
c. Adverb
d. Verb
ব্যাখ্যাঃ (খুব ভালো করে মনে রাখবেন) আগেই (object vs complement এর video lesson-এ) বলে এসেছি, be/linking verb এর পর complement হিসেবে noun/adj বসে। এখানে, amaze- verb এর past participle (V3) বসেছে। এক্ষেত্রে noun হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি বিষয় হলঃ V3 কিন্তু বাক্যে Adj হিসেবে বসতে পারে।
Ans: Adj  

17: My father is a govt. officer. Here, ‘my’ is denoted as which parts of speech-
a. Pronoun
b. adjective
c. Determiner
d. Possessive
ব্যাখ্যাঃ My (/our/their/your/yours/his/her etc.) মূলত pronoun এর possessive form. possessive যখন কোন noun এর পূর্বে বসে ঐ noun কে modify করে, তখন সেই possessive টি adj হয়ে যায়। এখানে প্রশ্ন করা হয়েছিল, My কোন parts of speech?- উত্তর possessive হবে না। কারন possessive কোন parts of speech নয়।
আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যদি possessive/ determiner – noun এর পূর্বে থাকে তবে সেটি adj হয়।     

4: He is feeling no better this morning.
a. Adjective
b. Adverb
c. Preposition
d. Determiner
ব্যাখ্যাঃ no মূলত Determiner আর Determiner মানেই adj. কিন্তু এ বাক্যে ‘no’ determiner নাকারন ‘no’ এখানে not এর কাজ করছে। আর একটা মজার ব্যাপার হলঃ no = Adj; কিন্তু not = Advবাক্যটি মূলতঃ He is not feeling better this morning. (যেমনঃ He is not clever. এই বাক্যকে He is no clever ও লেখা যায়।)
আরেকটি বিষয় হলঃ feeling একটি linking verbআমরা জানি linking verb এর পর adj হয়. আর সেই adj টি হলঃ better. যেহেতু better আগে no বসে better কে modify করেছে, তাই no=Adv
Ans:  Adv.

5: The flood is too deep to drive through.
a. adjective
b. Noun
c. Preposition
d. Adverb
ব্যাখ্যাঃ যদিও through = preposition; কিন্তু এর পর noun নেই। এছাড়া through দিয়ে স্থান (মধ্য দিয়ে) বোঝাচ্ছে। স্থান(place) মানেই adv.
Ans: Adv
6 : She took a deep breath and stayed 'under' for more than a minute.
a. Preposition
b. adverb
c. adjective
d. noun
ব্যাখ্যাঃ Under (নিচে) স্থান বুঝাচ্ছে এবং এর পর noun নেই তাই Under এখানে Adv
Ans: Adv.

12: The topic is best analyzed in PC Das.
a. Preposition
b. adverb
c. adjective
d. noun
ব্যাখ্যাঃ Best শব্দটি analyzed verb কে modify করেছে তাই adv.
Ans: Adv

13: I have not finished the work yet.
a. Noun
b. Adjective
c. Adverb
d. Preposition
ব্যাখ্যাঃ আগেই বলেছি, Time, place, manner হল Adv. এখানে yet অর্থ ‘এখনও’ তাই Yet = Adv.
Ans: Adv.

16 : The boys went inside to have dinner.
a. Adjective
b. Adverb
c. Preposition
d. noun
ব্যাখ্যাঃ inside এর পর Noun/ Pro না থাকাতে, inside নিজেই স্থান (ভিতরে) অর্থ প্রদান করছে। তাই inside=Adv.
Ans: Adv.

18: Mahmuda still works in that office.
a. adjective
b. conjunction
c. preposition
d. adverb
ব্যাখ্যাঃ still শব্দটি ‘এখনও’ (সময়) অর্থে বসেছে। যা works (এখনও কাজ করে) কে modify করেছে। তাই still=Adv.
Ans: Adv.

B:  Our house is near Buriganga, but there is a highway in between.
a. noun
b. adjective
c. preposition
d. adverb
ব্যাখ্যাঃ আমরা জানি, preposition এর পর noun/ pro বসে। তা হয়ত অনেকে between কে noun ভেবে বসে আছেন যেহেতু ‘in’ preposition এর পর between আছে। কিন্তু ‘in betweenphrase এর অর্থ হল ‘মধ্যস্থান’। (similar example: Either you will say yes or no. There is nothing in between.). তাহলে বুঝতে পারলেন, between এখানে স্থান বুঝাচ্ছে। অর্থাৎ এটিও Adv.
Ans: Adv.

9: “Himshagor or Lengra?- Actually I want both.”
a. Noun
b. Adjective
c. Adverb
d. Pronoun
ব্যাখ্যাঃ ‘Both’ শব্দটি ‘Himshagor’ এবং Lengra’ এই দুটি Noun এর পরিবর্তে বসেছে। আর noun এর পরিবর্তে কে বসে? – অবশ্যই pronoun. (similar Examples: Himel and Himesh are brothers. Both are intelligent.)
Ans: pronoun

11: The little ones are playing in the corridor. “Ones” is-
a. Noun
b. Adjective
c. Adverb
d. Pronoun
ব্যাখ্যাঃ ‘ones’ শিশুদের (মানুষের) নামের (Noun-এর) পরিবর্তে বসেছে। তাই Pronoun.
Ans: Pronoun  

14: I can’t tell you how I did it.
a. noun
b. adjective
c. preposition
d. conjunction
ব্যাখ্যাঃ ‘how’ দুটি বাক্যাংশকে যুক্ত করেছে তাই এটি conjunction.
Ans: Conjunction

সব ভিডিও ক্লাস Youtube এ আমাদের চ্যানেল
Mr. Teacher Bangladesh-এ পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন।

সব আপডেট পেতে Mr. Teacher পেইজ এ লাইক দিন।
"নিয়মিত পরীক্ষা/মডেল টেস্ট দিতে Mr.Teacher-BCS ফেইসবুক গ্রুপে জয়েন করুন" 

Comments

Popular posts from this blog

BCS-Lecture-5 (Gerund, Participle, Infinitive, Verbal)

BCS- Model Test-2 (Gerund, Participle, Infinitive, Verbal) With Solutions