Explanations- BCS-Model Test-2- (Non-Finite Verbs)


Model Test-2 (BCS)

মডেল টেস্ট- এর বিশ্লেষনসহ উত্তরপত্র: 


Topic: Non-Finite Verbs 
(Gerund, Participle, Infinitive, Verbal)


1. A gerund works as -
a. Adjective
b. Noun
C. Verb and adjective
d. noun and adjective
ব্যাখ্যাঃ Gerund = Verb + Noun
Ans: Noun

2. I had my car washed. Here, 'washed' is-
a. Present participle
b. Gerund
C. Infinitive
d. Past participle
ব্যাখ্যাঃ Washed = Past Participle এবং এটি my car কে modify করছে, Washing =present participle/Gerund
Ans: past participle

3. The girl singing is my sister. Here, singing-
a. infinitive
b. Gerund
c. Noun
D. Participle
ব্যাখ্যাঃ adj/present participle কোন Noun/ pro এর আগে/পরে বসে noun/pro কে modify করতে পারে। এখানে singing শব্দটি the girl কে নির্দেশ করছে। তাই present participle আর present participle মানেই এক প্রকার participle.
Ans: participle

4. The boy came walking. Here, walking is-
a. infinitive
b. Gerund
c. Noun
D. Participle
ব্যাখ্যাঃ এ বাক্যগুলো চিনতে একটু কষ্ট হয়। একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন আগে দেখুন এটি Gerund কিনা। কিভাবে যাচাই করবেন? সহজ উপায় হলঃ Gerund যেহেতু Noun তাই sub, obj, preposition এর পর, অথবা be/linking verb এর পর complement হিসেবে বসে।
তাহলে প্রথমে দেখুন এটি Sub কিনা (এটি sub নয়), তারপর Obj কিনা (এটি obj নয়  কারন verb কে "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে Obj পাওয়া যায়। came কে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করা যায় না। “কি এসেছিল? কাকে এসেছিল?”), এরপর দেখুন verb +ing এর পূর্বে preposition আছে কিন (নেই), be/ linking verb না থাকাতে Complement ও না। তাহলে এটি Gerund নয়।
এছাড়া উপরের নিয়মগুলোর প্রয়োগ না হলে,
একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন এটি সাধারনত present participle.
Ans: Participle

5. He insisted me on going with him. Here, going-
a. infinitive
b. Gerund
c. Adjective
D. Participle
ব্যাখ্যাঃ আমরা জানি, preposition + (v+ing) হলে, এটি Gerund.
Ans: Gerund

6. The story is interesting. '"interesting" is a/an-
a. Present participle
b. Gerund
C. Infinitive
d. noun
ব্যাখ্যাঃ যদি be/linking verb থাকে এটি gerund/Noun নাকি present participle/adj সেটা চিনার সহজ উপায়ঃ মনে রাখবেন, linking verb এর পর complement হিসেবে noun বা adj উভয়ই বসতে পারে। যদি complement টি এবং Sub একই ব্যক্তি/ বস্তু/ বিষয় হয় (যেমনঃ My hobby is gardening. এখানে, my hobby এবং gardening একই বিষয়) তখন সেটি gerund/noun। কিন্তু যদি complement টি sub এর দুষ, গুণ, অবস্থা সম্পর্কে বলে, তখন সেটি Present participle/adj (যেমনঃ My hobby is interesting. এখানে আমার সখ সম্পর্কে প্রশংসা করা হয়েছে। তাই interesting হল adj/present participle)
Ans: present participle  

7. Reading newspaper is a good habit. So, don’t stop reading newspaper. Here, "reading" and "reading" are-
a. Gerund, present participle
b. participle, gerund
c. Both gerund
d. Both participle
ব্যাখ্যাঃ প্রথম বাক্যে “reading’’- sub তাই gerund (কিন্তু I have areading” table. এখানে reading- table কে modify করেছে তাই present participle/adj). ২ইয় বাক্যে obj তাই এটিও gerund (verb কে "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে Obj পাওয়া যায়। কি stop করবে না? -Reading)
Ans: both gerund

8. I saw the boy swimming in the pond. Here, swimming-
a. Present participle
b. Gerund
C. Infinitive
d. Past participle
ব্যাখ্যাঃ swimming শব্দটি the boy এর অবস্থা ব্যাখ্যা করছে (adj- noun এর দুষ/গুণ/অবস্থা বলে) তাই এটি present participle/adj
Ans: Present participle

9. He wanted to know about the history of Bangladesh. Here, "to know"-
a. Gerund
b. Verbal
C. Infinitive
d. participle
ব্যাখ্যাঃ infinitive = to + V1

10. What is/are must to be a perfect participle:
a. Having
c. Past participle
c. Have, past participle
d. Having, participle
ব্যাখ্যাঃ Perfect Participle = Having + past participle (শুধু participle বললেও সমস্যা নেই কারন past participleও এক প্রকার participle.) শুধু having – উত্তর হবে না (কারন এই বাক্যটি খেয়াল করুনঃ Having my dinner, I will go to bed. এটিতে having এর পর past participle নেই তাই এটি perfect participle নয়। কিন্তু এই একই বাক্যকে যদি আমরা এভাবে লিখিঃ Having finished my dinner, I will go to bed. তখন কিন্তু perfect participle কারন having এর পর past participle (যা এক প্রকার participle) আছে। [এখানে confusion তৈরি করার জন্য ইচ্ছে করে past শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে। এমন প্রশ্ন দু-একটা থাকবেই]
Ans: having, participle

11. Finishing homework, i went to bed. Here, finishing-
a. Gerund
b. participle
C. Verbal noun
d. Past participle
ব্যাখ্যাঃ একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন আগে দেখুন এটি Gerund কিনা। কিভাবে যাচাই করবেন? সহজ উপায় হলঃ Gerund যেহেতু Noun তাই sub, obj, preposition এর পর, অথবা be/linking verb এর পর complement হিসেবে বসে।
তাহলে প্রথমে দেখুন এটি Sub কিনা (এটি sub নয়), তারপর Obj কিনা (এটি obj নয়  কারন verb কে "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে Obj পাওয়া যায়। went কে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করা যায় না। “কি গিয়েছিল? কাকে গিয়েছিল?”), এরপর দেখুন verb +ing এর পূর্বে preposition আছে কিন (নেই), be/ linking verb না থাকাতে Complement ও না। তাহলে এটি Gerund নয়।
এছাড়া উপরের নিয়মগুলোর প্রয়োগ না হলে,
একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন এটি সাধারনত present participle.

12. Education is enlightening. Here enlightening -
a. Noun
b. Gerund
C. Infinitive
d. participle
ব্যাখ্যাঃ যদি be/linking verb থাকে এটি gerund/Noun নাকি present participle/adj সেটা চিনার সহজ উপায়ঃ
মনে রাখবেন, linking verb এর পর complement হিসেবে noun বা adj উভয়ই বসতে পারে। যদি complement টি এবং Sub একই ব্যক্তি/ বস্তু/ বিষয় হয় (যেমনঃ My hobby is gardening. এখানে, my hobby এবং gardening একই বিষয়) তখন সেটি gerund/noun। কিন্তু যদি complement টি sub এর দুষ, গুণ, অবস্থা সম্পর্কে বলে, তখন সেটি Present participle/adj (যেমনঃ My hobby is interesting. এখানে আমার সখ সম্পর্কে প্রশংসা করা হয়েছে। তাই interesting হল adj/present participle) এ বাক্যেও education এর গুণ বলা হয়েছে। তাই present participle/ Adj
Ans: participle


13.The making of Taj Mahal wasn't done in a day. "The making of" refers-
a. Prepositional clause
b. Gerund
C. Verbal noun
d. participle
ব্যাখ্যাঃ The + Gerund + of =Verbal noun (কিন্তু যদি Making a palace is not easy. এখানে gerund)
Ans: Verbal noun

14. He found learning English difficult. here, learning-
a. Noun
b. Gerund
C. Infinitive
d. participle
ব্যাখ্যাঃ verb (found) কে “কি/কাকে” দ্বারা প্রশ্ন করলে obj হিসেবে learning (যা gerund) পাবেন।
Ans: gerund

15. Giving is better than receiving. Here, 'receiving' is -
a. perfect participle
b. Gerund
C. Infinitive
d. participle
ব্যাখ্যাঃ noun (giving) এর সাথে আরেকটি noun (receiving) এরই তুলনা হয়। তাই gerund.
Ans: gerund

16. He travel 64 districts riding a bicycle. here riding -
a. Prepositional noun
b. Gerund
C. Verbal noun
d. participle
ব্যাখ্যাঃ একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন আগে দেখুন এটি Gerund কিনা। কিভাবে যাচাই করবেন? সহজ উপায় হলঃ Gerund যেহেতু Noun তাই sub, obj, preposition এর পর, অথবা be/linking verb এর পর complement হিসেবে বসে।
তাহলে প্রথমে দেখুন এটি Sub কিনা (এটি sub নয়), তারপর Obj কিনা (এটি obj নয়  কারন verb কে "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে Obj পাওয়া যায়। travel কে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করা যায় না। “কি ভ্রমন করেছিল? কাকে ভ্রমন করেছিল?”), এরপর দেখুন verb +ing এর পূর্বে preposition আছে কিন (নেই), be/ linking verb না থাকাতে Complement ও না। তাহলে এটি Gerund নয়।
এছাড়া উপরের নিয়মগুলোর প্রয়োগ না হলে,
একই ব্যক্তি যখন একই বাক্যে একাধিক কাজ করে তখন এটি সাধারনত present participle.
Ans: present participle

17. You can prosper by working hard. "Working" in this sentence refers-
a. adjective
b. Gerund
C. Infinitive
d. participle
ব্যাখ্যাঃ আমরা জানি, preposition + (v+ing) হলে, এটি Gerund.
Ans: Gerund

18. Give the wasted food to the poor. "Wasted"-
a. Gerund
b. infinitive
C. present participle
d. adjective
ব্যাখাঃ সব participle adj এর কাজ করে।
Ans: adjective

19. Except verb, A participle works as a/an-
a. noun
b. adjective
c. infinitive
d. object
ব্যাখ্যাঃ verb ছাড়া Adjective হিসেবে কাজ করে।
Ans: Adjective

20. In a sentence, a gerund cannot be used as-
a. prepositional object
b. subject
c. complement
d. adjective
ব্যাখ্যাঃ Gerund যেহেতু Noun তাই sub, obj, preposition এর পর, অথবা be/linking verb এর পর complement হিসেবে বসে। অন্যদিকে Participle adj এর কাজ করে।
Ans: Adjective


Comments

Popular posts from this blog

BCS-Lecture-5 (Gerund, Participle, Infinitive, Verbal)

Object Vs Complement - এর মধ্যে পার্থক্য চিনার সহজ উপায়