BCS- Lecture-4 (Sentence Structure)
Lecture -4 (BCS)
Sentence Structure
অর্থপূর্ণ শব্দগুচ্ছই হল Sentence বলে। sentence এর গঠন বা structure বলতে আমরা বুঝি Subject + Verb + Object। কিন্তু sentence-এর এই গঠনটি পুরোপুরি সঠিক নয়।
|
কারন একটি বাক্য হতে হলে, Object থাকা অত্যাবশক নয়। তবে
বাক্যের পর অতিরিক্ত শব্দ/শব্দগুচ্ছ হিসেবে Obj থাকতে পারে।
ব্যাখ্যাঃ
1. Masum likes football
very much. 2. His uncle gave him a football. 3. He
goes to school regularly.
এবার উপরের তিনটি বাক্য বিশ্লেষণ করে দেখা যাক।
আমরা জানি, বাক্যের verb কে “কে/কারা (Who)” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ঐ verb এর subject, এবং বাক্যের verb কে “কি (what) এবং কাকে (whom)” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ঐ verb এর Object.
মনে রাখতে হবে, “কি” দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক
(direct) obj; “কাকে” দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক
(indirect) obj পাওয়া যায়।
তাহলে, উপরের বাক্যগুলোর verb কে প্রশ্ন করে, Subject ও Object বের করা যাক।
১. Masum likes
football very much.
Subject: প্রশ্নঃ “কে/কারা”
like (পছন্দ) করে? উত্তরঃ Masum. সুতরাং, subject হল Masum।
Object (direct): প্রশ্নঃ “কি” like করে? উত্তরঃ football। সুতরাং, Object হল football
Object (Indirect): “কাকে” like করে? উত্তরঃ নেই। কারন এখানে কোন ব্যক্তি নেই।
Object (Indirect): “কাকে” like করে? উত্তরঃ নেই। কারন এখানে কোন ব্যক্তি নেই।
2. His uncle gave him
a football.
Subject: প্রশ্নঃ “কে/কারা” দিয়েছিল? উত্তরঃ His uncle. সুতরাং, subject হল His uncle.
Object (direct): প্রশ্নঃ “কি” দিয়েছিল? উত্তরঃ a football। সুতরাং, Object হল a football.
Object (indirect): প্রশ্নঃ “কাকে” দিয়েছিল? উত্তরঃ him. সুতরাং, Object হল him.
Subject: প্রশ্নঃ “কে/কারা” দিয়েছিল? উত্তরঃ His uncle. সুতরাং, subject হল His uncle.
Object (direct): প্রশ্নঃ “কি” দিয়েছিল? উত্তরঃ a football। সুতরাং, Object হল a football.
Object (indirect): প্রশ্নঃ “কাকে” দিয়েছিল? উত্তরঃ him. সুতরাং, Object হল him.
3. He goes to school regularly.
Subject: প্রশ্নঃ “কে/কারা” যায়? উত্তরঃ He. সুতরাং, subject হল He.
Object (direct): প্রশ্নঃ “কি” গিয়েছিল? (go)
verb-কে “কি” দিয়ে প্রশ্নই
করা যায় না।
Object (indirect): প্রশ্নঃ“কাকে” গিয়েছিল? (go) verb-কে “কাকে” দিয়েও প্রশ্ন করা যায় না।
Object (indirect): প্রশ্নঃ
সুতরাং, দেখা যাচ্ছে, goes verb এর পর যদিও একাধিক শব্দ আছে কিন্তু
সেগুলো Object নয়। object না থাকার পরও একটি পূর্ণাঙ্গ বাক্য
হয়েছে। তাহলে বুঝা যাচ্ছে, verb এর পর সব শব্দই object নয়। অতএব আমরা এ সিদ্ধান্তে উপনিত হতে
পারি যে, সকল বাক্যে object থাকা অত্যাবশ্যক নয়। অর্থাৎ, Sentence (বাক্যে)-এর মূল গঠন
হলোঃ
Subject +Verb
|
তবে মনে রাখতে হবে, subject ও verb ছাড়া বাক্য হতে পারে না। নিচে বুঝিয়ে বলা হলঃ
১। We food. (আমরা খাবার।) ২।
Rahim in the field. (রহিম মাঠে।)
প্রথম বাক্যে, আমরা খাবার কি করি? খাই? নাকি রান্না করি?
কিছুই বুঝা যাচ্ছে না। কারন কোন কাজের (verb) কথা উল্লেখ নেই। তাই এটি কোন অর্থ প্রদান করছে না। অতএব
এটিকে sentence
বলা যাবে না।
তেমনি, ২য় বাক্যেও
রহিম মাঠে কি করে? খেলে? ঘাশ কাঁটে? নাকি দোড়ায়? কিছুই বুঝা যাচ্ছে না। কারন
এখানেও verb নেই। তাই এটিকেও sentence বলা যাবে না।
১। goes to college regularly. (কলেজে নিয়মিত যায়। ) ২। is running
now. ( এখন দৌড়াচ্ছে)
এ sentence গুলোতে verb থাকলেও subject (কর্তা) নেই। তাই verb
(কাজ)
টি কে করছে বা কার দ্বারা সম্পন্ন হচ্ছে কিছুই বুঝা যাচ্ছে
না। তাই একটি অর্থবহ বক্তব্য তুলে ধরতে ব্যর্থ। তাই এগুলোকেও sentence
বলা যাবে না।
তবে শুধুমাত্র ‘You’ subject টি কখনো কখনো উহ্য থাকতে পারে। এগুলোকে imperative sentence(আদেশ, উপদেশ, নির্দেশনামূলক বাক্য) বলে।
যেমনঃ 1. Give me a glass of water. – (You) give me a glass of water please.
2. Don’t play in the rain.- (You) don’t play in the rain.
3. Go to bed now. – (You) go
to bed now.
সুতরাং, বুঝতে পারলাম যে, একটি Sentence এ subject ও verb থাকা অত্যাবশ্যক। কিন্তু object থাকতেও পারে, নাও থাকতে পারে।
Some Structures of Sentences
- Mahmud reads.
- Sub + Verb
- He plays games in his free time.
- Sub + verb + obj + Ext.
- Tuli walks slowly.
- Sub + verb + adv
- She is a student.
- Sub + be verb + noun (complement)
- She is very intelligent.
- Sub + be verb + adv + adj (Complement)
Comments
Post a Comment